৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

প্রকাশিত: আগস্ট ২১, ২০২২; সময়: ২:৩১ অপরাহ্ণ |
৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

পদ্মাটাইমস ডেস্ক : সংবিধান লঙ্ঘনের অভিযোগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে। রোববার (২১ আগস্ট) রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্রমন্ত্রী বরাবর নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ।

আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ তার আইনি নোটিশে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী তার শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। তার বক্তব্য সার্বভৌমত্বকে আঘাত করেছে। তাই এই নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তিনি স্বেচ্ছায় পদত্যাগ না কতলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নোটিশে আরও বলা হয়েছে, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ আগস্ট) চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোমেন বলেন, ‘শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত অসাম্প্রদায়িক একটা দেশ হবে। আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।’

এর আগে, গত ১২ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। দেশের মানুষ ‘বেহেশতে’ আছে। সেবারও তার এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে