পবায় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: আগস্ট ২১, ২০২২; সময়: ৮:০৭ অপরাহ্ণ |
পবায় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় বর্বরোজিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত শহীদ আইভি রহমানসহ সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে পবা উপজেলা যুবলীগের উদ্যোগে নওহাটা মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ্, পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন।

পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু। বক্তব্য রাখেন জেলা যুবলীগ দপ্তর-সম্পাদক মিজানুর রহমান(পল্লব), সদস্য মুক্তার হোসেন, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, নওহাটা পৌর যুবলীগ সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল হক, হরিপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু।

উপস্থিত ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাননান, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, দর্শনপাড়া ইউপি’র চেয়ারম্যান শাহাদত হোসেন সাব্বির, পবা উপজেলা যুবলীগ সহসভাপতি আয়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, যুবলীগ নেতা সামিউল হক সুইট, এমদাদুল, নাসির হোসেন পিন্টু, হেলাল উদ্দিন, শাহীন আলম লিটন, মিজানুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে