তেল পাম্পের ধর্মঘট প্রত্যাখান করেছে সিরাজগঞ্জ জেলা সমিতি

প্রকাশিত: আগস্ট ২২, ২০২২; সময়: ১:৪৯ অপরাহ্ণ |
তেল পাম্পের ধর্মঘট প্রত্যাখান করেছে সিরাজগঞ্জ জেলা সমিতি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : রাজশাহী ও রংপুর বিভাগে তেলপাম্প ডিলার ও ওনার্স এ্যাসোসিয়েশনের ডাকা সকাল সন্ধ্যা প্রতিকি ধর্মঘট প্রত্যাখান করেছে সিরাজগঞ্জ জেলা তেলপাম্প ডিলার ও ওনার্স এ্যাসোসিয়েশন।

সোমবার (২২ আগস্ট) সকাল থেকেই বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে জেলার সকল পেট্রোল পাম্প। ফলে প্রতিকি ধর্মঘটের কোন প্রভাব পরেনি সিরাজগঞ্জে। ওয়েল ডিপো থেকে বিভিন্ন জেলার ট্যাংলরি প্রতিদিনের মত্যেই তেল উত্তোলন করছে। এবিষয়ে শ্রমিকরা জানিয়েছে মালিকরা তেল নিতে বলেছে তাই আমরা তেল তুলছি।

এবিষয়ে সিরাজগঞ্জ জেলা তেলপাম্প ডিলার ও ওউনার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল আজিজ শেখ জানিয়েছেন কোন ধরনের সমন্বয় ছারাই বিভাগীয় কমিটি প্রতিকি ধর্মঘটের আয়োজন করেছে। কি কারনে কেনো এই ধর্মঘট সেটা আমরা জানিনা।

সরকারের কাছে কোন দাবি থাকলে সেটা বসে মিমাংসা করা যাবে, তেল একটা গুরুত্বপুর্ন বিষয় হুটহাট করে ধর্মঘট দিয়ে মানুষকে দুর্ভোগে ফেলা ঠিক না আমরা এই ধর্মঘট মানি না। একই কথা বলেছেন জেলার অন্যান্য মালিকরাও।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে