উপ-বিভাগীয় প্রকৌশলীর গাড়িতে ফেনসিডিল, সাময়িক বরখাস্ত

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২; সময়: ৯:৫৬ অপরাহ্ণ |
খবর > জাতীয়
উপ-বিভাগীয় প্রকৌশলীর গাড়িতে ফেনসিডিল, সাময়িক বরখাস্ত

পদ্মাটাইমস ডেস্ক : গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে গাজীপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোসা. ফেরদৌসী বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।

এই প্রজ্ঞাপনে তাকে সাত দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে বলে জানা যায়।

চিঠির সূত্রে জানা গেছে, উপ-বিভাগীয় প্রকৌশলী মোসা. ফেরদৌসী বেগমের নামে রেজিস্ট্রেশনকৃত গাড়িতে ১৩১ বোতল ফেনসিডিল বহনকালে গত ১৯ আগস্ট কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গাড়িটি আটক হয়।

গাজীপুরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরীফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অনুমতি ব্যতীত জেলার বাইরে গাড়ি চালানোর বিষয়টি এ পর্যন্ত কর্তৃপক্ষকে জানানো হয়নি। এছাড়াও ঘটনাটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের শামিল এবং তদন্ত শেষে প্রমাণিত হলে গুরুদণ্ড আরোপযোগ্য।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে