রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে সাবেক ইউপি সদস্যের কারাদণ্ড

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২; সময়: ১০:২৮ অপরাহ্ণ |
রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে সাবেক ইউপি সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যের কারাদণ্ড হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে ছয় মাস সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও একমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে আসামিকে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫৫)। তিনি ছাইকোলা ইউপির সাবেক সদস্য। মামলায় মোট নয়জন আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অন্যদের বেকসুর খালাস দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য জানিয়েছেন।

অভিযোগ মতে, ২০১৯ সালে গ্রাম্যসালিশে তৎকালীন ইউপি সদস্য সাইফুল ইসলাম এলাকার এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরান। ওই ঘটনার ছবি এবং ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। এ কারণে ভুক্তভোগী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সাইফুল ইসলাম পলাতক ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে