চারঘাটে স্থানীয় দোকান মালিকদের দাবী ঝুকিপূর্ণ পুরাতন বটগাছ অপসারন

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২; সময়: ৮:০১ অপরাহ্ণ |
চারঘাটে স্থানীয় দোকান মালিকদের দাবী ঝুকিপূর্ণ পুরাতন বটগাছ অপসারন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে হলিদাগাছি খুদির বটতলা নামক স্থানে স্থানীয় দোকান মালিকদের দাবী একশ বছরের ঝুকিপূর্ণ পুরাতন বটগাছ কেটে অপসারন করার জন্য উপজেলা নির্বাহী অফিস ও মেয়র পৌরসভা বরাবর আবেদন করেছেন স্থানীয় দোকান মালিক সোহেল রানা।

সোহেল রানা বলেন, আমার বসতবাড়ী সংলগ্নে খুদির বটতলা বাজারে সড়কের পাশে খালের জমিতে পুরাতন বটগাছ রয়েছে, তবে অনেক আগে আগুনে পুড়ে একাংশ ক্ষতিগ্রস্থ হয় এবং চারঘাট-বানেশ^র হায়ওয়ে রাস্তা তৈরীর সময় বিদ্যুৎ এর খুটি ও তারের লাইন সংযোগে উত্তর এবং পূর্ব পাশে বটগাছ সবগুলো ডাল কাটা হয়েছে ফলে ভারসাম্যহীনভাবে পশ্চিম পাশে ২/৩টি ডাল নিয়ে অতি ঝুকিপূর্ণ পুরাতন বটগাছটি বিদ্যমান আছে। যে কোন সময়ে গাছটি উপড়িয়ে পড়ে যেতে পাড়ে এবং আমার বাড়ীঘর,বাজারের দোকান ও জনমালের মারাত্বক ক্ষতি হতে পারে।

এদিকে দোকান মালিক ইমাল হক ও ইলিয়াস জানান, সড়কের পাশে র্দীঘদিনের ঝুকিপূর্ণ পুরাতন বটগাছ কেটে অপসারন করা না হলে যেকোন মূহুতে দুর্ঘটনা ঘটতে পারে। অতিশীঘ্রই গাছটি অপসারন করার দাবী ।

এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বিধি মোতাবেক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে