কেশরহাট উচ্চ বিদ্যালয়ের বাণিজ্যিক ভবনে থাকবে ৫ ব্যাংক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২; সময়: ৮:২৪ অপরাহ্ণ |
কেশরহাট উচ্চ বিদ্যালয়ের বাণিজ্যিক ভবনে থাকবে ৫ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের বাণিজ্যিক ভবনে নতুন ব্যাংকের শাখা করা লক্ষ্যে তৃতীয় তলার ছাদ ঢালায় দেয়া হয়েছে। শুক্রবার সকালে ঢালায় কাজের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের সাবেক ডিসি মাহাবুর রহমান, কেশরহাট শাখার জোনাল ম্যানেজার সোজাউদ্দৌলা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই ভবনে ইসলামী, উত্তরা, ব্র্যাক, পূবালী ব্যাংকসহ ৪টি ব্যাংক পর্যায় ক্রমে স্থান পাওয়ার পর এখানে ৫ম পর্যায়ে মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক স্থান পাবেন। এতে করে কেশরহাটবাসি আর্থিক লেনদেনের সুবিধা পাবেন বলে অনেকে মনে করছেন। এছাড়া এ ভবনে অসংখ্য দোকান ও শো-রুম রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে