পুরুষের তুলনায় নারীর শয্যাসঙ্গী বেশি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২; সময়: ৯:৩৮ অপরাহ্ণ |
পুরুষের তুলনায় নারীর শয্যাসঙ্গী বেশি

পদ্মাটাইমস ডেস্ক : একাধিক নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক কিংবা বিয়ের পর অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরার ক্ষেত্রে সবচেয়ে বেশি আঙ্গুল উঠানো হয়ে থাকে পুরুষদের উপরই।

আর এখন তো পরকীয়া এবং এই কারণে বিচ্ছেদ, এমন কি খুনাখুনির ঘটনাও ঘটছে অহরহ। যত দিন যাচ্ছে ততোই বাড়ছে সম্পর্কের জটিলতা।

এমন পরিস্থিতির মাঝেই ভারতজুড়ে পরিচালিত এক জাতীয় সমীক্ষায় ওঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গড়ে পুরুষের তুলনায় নারীর শয্যাসঙ্গী বেশি।

মোট এক লক্ষ পুরুষ ও এক লক্ষ ১০ হাজার নারীর ওপর সমীক্ষা হয়। সমীক্ষার প্রতিবেদন বলছে, ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষের তুলনায় নারীর সঙ্গী অনেক বেশি।

রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পণ্ডিচেরি ও তামিলনাড়ুতে গড় শয্যাসঙ্গীর হিসাবে পুরুষদের থেকে এগিয়ে আছেন নারীরা।

এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন রাজস্থানের নারীরা। ওই রাজ্যের নারীদের শয্যাসঙ্গী প্রায় ৩ দশমিক এক জন। এর বিপরীতে পুরুষদের সঙ্গী সংখ্যা এক দশমিক আট জন।

তবে বিয়ে বা লিভ ইন সঙ্গী ছাড়া অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে কিন্তু পুরুষদের মধ্যেই। এক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে নারীরা।

সমীক্ষার প্রতিবেদক জানাচ্ছে, চার শতাংশ পুরুষ এই ধরনের সম্পর্কে জড়িয়েছেন। স্থায়ী সঙ্গীর বাইরে শারীরিক সম্পর্কে জড়ানো নারীর সংখ্যা শূণ্য দশমিক পাঁচ শতাংশ।

সমীক্ষায় আরো বলা হয়েছে, কর্মব্যস্ত ক্যারিয়ারের বিষয়টি প্রভাব ফেলছে নারী পুরুষ সম্পর্কে। বিশেষ করে বিয়ে বা লিভ ইনের ক্ষেত্রে। প্রিয়জনের সঙ্গে কাটানো সময় কমে যাচ্ছে।

এর কারণে ক্রমশই প্রিয়জনের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। তুচ্ছ কারণে চলে ঝগড়াঝাটি আর অশান্তি। সম্পর্ক হারাচ্ছে উষ্ণতা। আর সম্পর্কের মাঝে জায়গা করে নিচ্ছে তৃতীয় ব্যক্তি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে