তোমাদের কখনো একা ছেড়ে যাব না: পাকিস্তানিদের উদ্দেশ্যে ইমরান

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২; সময়: ৯:২৩ পূর্বাহ্ণ |
তোমাদের কখনো একা ছেড়ে যাব না: পাকিস্তানিদের উদ্দেশ্যে ইমরান

পদ্মাটাইমস ডেস্ক : পাকিস্তানে রাজনৈতিক চাপানউতর চলছে। প্রধানমন্ত্রী পদ হারানোর পর থেকে নানামুখী চাপে রয়েছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। এমন অবস্থায় ইমরান খানের পুরনো উক্তি টুইট করেছে পিটিআই।

ক্ষমতায় আসার পর ইমরান খান পাকিস্তানিদের উদ্দেশ্য করে বলেছিলেন, ”আমার পাকিস্তানিরা, তোমরা আমাকে একা রেখে যাওনি। আমি কথা দিচ্ছি, আমি তোমাদেরকে কখনো একা ছেড়ে যাব না।”

সম্প্রতি একটি সমাবেশে পুলিশ কর্মকর্তা ও একজন নারী বিচারকের কড়া সমালোচনা করেন ইমরান খান। তারপরই তার বিরুদ্ধে সন্ত্রাস উসকে দেয়ার মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কায় ইসলামাবাদের বানি গালার বাড়ির সামনে জড়ো হন হাজার হাজার সমর্থক।

ওই মামলায় শুরুতে হাইকোর্ট থেকে এবং পরে সংশ্লিষ্ট আদালত থেকে জামিনে রয়েছেন ইমরান খান। পহেলা সেপ্টেম্বর পর্যন্ত তাকে জামিন দিয়েছে আদালত। এই মামলায় যেকোনো সময় গ্রেফতার হতে পারেন ইমরান খান।

তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, ইমরান খানের সমর্থকের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে তার জনপ্রিয়তাও। এমন অবস্থায় তাকে গ্রেফতার করা হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এজন্য সরকার হয়তো তাকে গ্রেফতারের পথে হাঁটবে না।

এদিকে পাকিস্তানের প্রায় অর্ধেক এখন পানির নিচে রয়েছে। বন্যায় দেশটিতে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন কোটির বেশি মানুষ। সরকার জাতিসংঘের কাছে সাহায্য কামনা করেছে।

ইমরান খানও জানিয়েছেন যে, তিনি আন্তর্জাতিকভাবে ফান্ড তৈরির চেষ্টা করছেন যাতে বন্যার্তদের মাঝে সহযোগিতা পৌঁছানো যায়। এছাড়া দলের পক্ষ থেকেও দুর্গত এলাকায় একাধিক টিম কাজ করছে বলে টুইটারে জানিয়েছে পিটিআই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে