পুকুরে বিষ দিয়ে মাছ নিধণের অভিযোগ

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২; সময়: ৬:২৯ অপরাহ্ণ |
পুকুরে বিষ দিয়ে মাছ নিধণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : স্বাবলম্বী হবার আশায় অন্যর পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন তিন যুবক। তাদের চাষ করা পুকুরে রাতের আধারে বিঁষ দিয়ে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দূবৃত্তরা।

সোমবার ভোররাতে উপজেলার জোনাইল ইউনিয়নের বর্ণী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ তিন যুবকের রফিকুল ইসলাম (২৫), আশিকুর রহমান (২১), জসিমউদ্দিন (৩২)। তারা বর্নী গ্রামের বাসিন্দা। এঘটনায় রফিকুল ইসলাম বাদি হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

রফিকুল ইসলাম বলেন, তিন মাস আগে বর্ণী গ্রামের আব্দুল আওয়ালের ছয় বিঘা পুকুর ছয় লক্ষ টাকায় লিজ নিয়ে তিনজন মিলে মাছ চাষ শুরু করি। পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ ১০ থেকে ১২ প্রজাতির কার্প জাতীয় দেড় লাখ টাকার পোনা মাছ ছাড়ি। সব মিলে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছি। তিনি বলেন, সকালে পুকুরে খাবার দিতে গিয়ে মাছ মরে যাওয়া দেখতে পাই। পাশেই ট্যাবল্যাট জাতীয় বিষের মড়ক দেখা যায়।

পুকুর মালিক আব্দুল আওয়াল বলেন, তার গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৪২) এই পুকুর লিজ নিতে চেয়েছিলেন। আমি তাকে লিজ না দেওয়ায় হুমকি দিয়েছিলেন। আমার বিশ্বাস সে এই অপকর্ম করেছে।

আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল আওয়ালের সাথে এই পুকুর লিজ নিয়ে আমার মামলা চলমান আছে। তাই আমাকে স্বন্দেহ রেছে। কিন্তু আমি এ ধরনের কোন কাজ করি নাই।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে