দিনে সাতবার খান, ঘণ্টার পর ঘণ্টা করেন শরীরচর্চা ‘মহিলা-হাল্ক’

প্রকাশিত: ২৫-০৯-২০২২, সময়: ১৬:৩৮ |

পদ্মাটাইমস ডেস্ক : জন্মসূত্রে ব্রাজিলের মানুষ ফাফা আরাউজো। ৩৭ বছর বয়সি ফাফা একজন ‘বডি বিল্ডার’। ডাকনামের মর্যাদা রাখতে সারা শরীরে কমিক স্ট্রিপের সুপারহিরো হাল্কের মতো সবুজ রং করে ছবিও তুলেছিলেন তিনি। সাত বার খাবার খান দিনে, ঘণ্টার পর ঘণ্টা করেন শরীরচর্চা, পরিচিতরা ভালবেসে ডাকেন ‘মহিলা-হাল্ক’।

ভালো নাম ফাফা আরাউজো। অনুরাগীরা ভালোবেসে বলেন ‘মহিলা-হাল্ক’। কারণ আর কিছুই নয়, তার পেশিবহুল দেহ। ৩৭ বছর বয়সি ফাফা একজন ‘বডি বিল্ডার’। সম্প্রতি নিজের ডাকনামের মর্যাদা রাখতে সারা শরীরে কমিক স্ট্রিপের সুপারহিরো হাল্কের মতো সবুজ রং করে ছবিও তুলেছিলেন তিনি। ইনস্টাগ্রামে রীতিমতো ঝড় তোলে সেই ছবি।

ফাফা জন্মসূত্রে ব্রাজিলের মানুষ। তবে বর্তমানে তিনি থাকেন আমেরিকার শিকাগোতে। সংবাদমাধ্যমে ফাফা জানিয়েছেন, ১১ বছর বয়স থেকেই শরীরচর্চা শুরু করেন তিনি। স্কুল থেকে ফিরে মাকে বাড়ির কাজে সাহায্য করতেন। তারপর তিনি সোজা চলে যেতেন জিমে।

তার দাবি, ১৫ বছর বয়সেই তার শরীর সুগঠিত হয়ে ওঠে। তাতে তিনি এতই অনুপ্রাণিত হন যে, আর পিছনে ফিরে তাকাননি। সেই থেকে আজ পর্যন্ত শরীরচর্চা করা থামাননি তিনি।

এখন ফাফার বয়স ৩৭। নিজেকে আরো পেশিবহুল করতে সপ্তাহে ছয়দিন নিয়ম করে জিমে যান তিনি। অন্তত তিন ঘণ্টা কঠিন পরিশ্রম করেন সেখানে। তবে ফাফা জানাচ্ছেন, শুধু ‘জিম-যাপন’-এ শরীর তৈরি হয় না। দরকার খাওয়াদাওয়াও। দিনে সাতবার খাবার খান তিনি। তার দেহবল্লরিতে মোহিত ভক্তর সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা চার লাখ ৫৭ হাজার।

উপরে