বাড়ি ফিরতে চায় নাটোরের মিতালী
জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : প্রায় ৬ বছর আগে রাজশাহীর একটা সেইফ হোমে এসে উঠেছিল বাক-প্রতিবন্ধি শিশু মিতালি। নাম-পরিচয় কিছুই জানতো না। পরে রাজশাহীর পিএইচটি সেন্টারে ঠাঁই হয় তার। সেন্টারে সে ইশারা ভাষা শেষে, শেখে লিখতে পড়তে।
বছর ২ আগে সে বলতে সক্ষম হয় তার বাড়ি ও পরিবারের ঠিকানা। সে জানায়, নাটোরের লালপুর উপজেলার সাদিপুর ইউনিয়নে তার বাড়ি। মায়ের নাম কবিতালী বেগম ও বাবার নাম জেরাখো আলী। সে এখন বাড়ি ফিরতে চায়। কেউ তার সন্ধান জানলে এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেম পিএইচটি সেন্টারের শিক্ষকেরা (01982893397)।
পিএইচটি সেন্টারের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহীর একটি সেইফ হোম থেকে পিএইচটি সেন্টারে আসে মিতালি। বাক-প্রতিবন্ধি এই শিশুটি তখন কিছুই বুঝতো না, বলতে পারে না। পরে তাকে ইশারা ভাষা শেখানো হয়৷ এভাবে সে তার বাবা-মায়ের নাম ও গ্রামের ঠিকানা লিখে।
পিএইচটি সেন্টারের শিক্ষক মরিয়ম জামিলা জানান, শিশুটিকে ইশারা ভাষা শেখানোর পর সে তার ঠিকানা লেখে। সে প্রথমে নাটোরের বড়াইগ্রামের কথা লেখে। কিন্তু সেখানে সাদিপুর নামের কোনো ইউনিয়ন নেই, লালপুরে আছে।
তিনি আরও বলেন, সব বাচ্চা স্কুল শেষে যখন বাড়ি যায়, কিন্তু মিতালি যেতে পারে না। সে হোস্টেলে যায়। এই কারণে সে খুব এগ্রেসিভ থাকে। আমরা বুঝতে পারি যে সে পরিবারের কাছে ফিরে যেতে চায়। এই বাচ্চাটিকে যদি পরিবারে ফিরিয়ে দেয়া যায়, খুব ভালো হয়।