রাশিয়া-ক্রিমিয়ার সংযোগ সেতুতে ভয়াবহ আগুন

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২; সময়: ২:১৬ অপরাহ্ণ |
রাশিয়া-ক্রিমিয়ার সংযোগ সেতুতে ভয়াবহ আগুন

পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার একটি গুরুত্বপূর্ণ সেতুতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে আংশিক ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার (৮ সেপ্টেম্বর) এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিকে রাশিয়া সরকার নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্রিজটির ওপর একটি ফুয়েল ট্যাংকারে আগুন লেগেছে। তবে কেন আগুন লেগেছে, এ বিষয়ে তারা কিছু জানায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে ব্রিজের ওপর দাউ দাউ করে ফুয়েল ট্যাংকার জ্বলছে। সেই সঙ্গে ব্রিজটির কিছু অংশ ভেঙে পড়েছে। ১৯ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজ রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া পেনিনসুলার ক্রাসনোদার এলাকার মধ্যে একমাত্র সংযোগ স্থাপনকারী এই ব্রিজ।

গত আগস্টে ঠিক এ কারণেই ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন, এই ব্রিজ তাদের অন্যতম টার্গেট। ইউক্রেন সেনাবাহিনীর মেজর জেনারেল দিমিত্রি মারশেঙ্কো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইউক্রেন থেকে খাদ্যশস্য পাচার এবং সেনাবাহিনী ইউক্রেনে প্রবেশে গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহার করছে রাশিয়া। এদিকে ক্রিমিয়ার এক উপদেষ্টা জানিয়েছেন, ব্রিজটির আগুন নেভাতে কাজ চলছে। তিনি ব্রিজিটিতে মিসাইল হামলার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তবে পরিকল্পিতভাবে বিজ্রটিতে হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নোভোস্টি জানিয়েছেন ক্রেচ ব্রিজ নামে পরিচিত ইউরোপের অন্যতম দীর্ঘ এই সেতু ২০১৮ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্বোবধন করেন। প্রতিদিন প্রায় ৪০ হাজার গাড়ি এই ব্রিজটি দিয়ে পারাপার হয়। এ ছাড়া বছরে ১৪ মিলিয়ন যাত্রী এবং ১৩ মিলিয়ন পণ্য এই ব্রিজটি দিয়ে পারাপার হয় বলে জানিয়েছেন তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে