মুক্ত লিম্যান শহরে বড় গণকবরের সন্ধান

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২; সময়: ৫:৩৫ অপরাহ্ণ |
মুক্ত লিম্যান শহরে বড় গণকবরের সন্ধান

পদ্মাটাইমস ডেস্ক : কয়েক সপ্তাহ আগে মুক্ত হওয়া লিম্যান শহরে একটি বড় গণকবরের সন্ধান পেয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। তবে সেখানে কতটি লাশ রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি।

দোনেস্ক প্রদেশের পূর্বাঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো এ তথ্য নিশ্চিত করেছেন।

কিরিলেনকো শুক্রবার টেলিগ্রামে জানান, রুশ সেনাদের হাত থেকে মুক্ত হওয়া লিম্যান শহরে একটি গণকবরের সন্ধান পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয়দের তথ্যানুযায়ী, গণকবরে সেনা ও বেসামরিক লোক থাকার সম্ভাবনা রয়েছে। তবে কতজনকে হত্যার পর কবরস্থ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, জেষ্ঠ্য এক পুলিশ কর্মকর্তার বরাতে ইউক্রেনের বার্তা সংস্থার ভিন্ন এক প্রতিবেদনে জানা গেছে, গণকবরে ১৮০টি লাশ রয়েছে।

দ্যা কিয়েভ পোস্ট জানায়, লিম্যানে একটি গণকবরের সন্ধান মিলেছে। সেখানে ১৮০টি লাশকে মাটিচাপা দেওয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহ আগে দোনেস্ক অঞ্চলের লিম্যান শহরকে রুশ সেনাদের হাত থেকে মুক্ত করে ইউক্রেনের সেনারা।

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারির পর দখল করা অঞ্চলগুলোতে গণহত্যা চালানোর অভিযোগ তোলেছে ইউক্রেন। তবে সবসময় এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

গত মাসে, ইউক্রেনের উত্তর-পশ্চিম খরকিভের ইজিয়াম শহরে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। সেখানে ৪৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর আগে লোকদের ওপর সহিংসা চালানো হয়েছে।

ইজিয়ামের গণকবরের সন্ধান পাওয়ার পর ইউক্রেনের যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক অপরাধ আদালত বড় ধরনের তদন্ত দল পাঠায়। এরইমধ্যে একটি তদন্তে সেখানে যুদ্ধপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পেয়েছে জাতিসংঘ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে