ব্লাক আউটের কবলে পড়তে পারে ব্রিটেন

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২; সময়: ১০:১৭ পূর্বাহ্ণ |
ব্লাক আউটের কবলে পড়তে পারে ব্রিটেন

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন শীতে ব্রিটেন ব্লাক আউটের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, এমন পরিস্থিতিতে জনসাধারণ যেন শীতের সময় তাদের গৃহস্থালি গ্যাস, বিদ্যুতের ব্যবহার কম করেন সেজন্য জনসচেতনতা চালুর বিষয়ে মন্ত্রীরা আলোচনা করছেন।

দেশটির বাণিজ্য বিভাগ, জ্বালানি কোম্পানি এবং নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে এ বিষয়ে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

এর মধ্যে রয়েছে পরিবারগুলোর থার্মোস্ট্যাটগুলো বন্ধ করা এবং রাতের বেলা যখন গ্যাস, বিদ্যুতের চাহিদা কম থাকে তখন ডিশওয়াশার-ওয়াশিং মেশিন ব্যবহার করতে উৎসাহিত করা।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা ন্যাশনাল গ্রিডের মাধ্যমে পরিচালিত একটি সার্ভিসের ব্যবহার নিয়ে আলোচনা করেছেন যা ভোক্তাদের বিদ্যুৎ চলে গেলে একটি টেক্সট, ফোন কল বা ইমেলের মাধ্যমে সতর্ক করতে ব্যবহৃত হয়। বিদ্যুৎ ব্যবহার কমানো নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সেবাটি কীভাবে ব্যবহার করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।

এনার্জি নিয়ন্ত্রক সংস্থা অফগেম বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে আসন্ন শীতে গ্যাসের ঘাটতির একটি ‘উল্লেখযোগ্য ঝুঁকি’ রয়েছে। কারণ শীতের আগেই ইউরোপে গ্যাসের মজুদ উল্লেখ্যযোগ্যভাবে কমে গেছে।

এদিকে দেশটির বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ, দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির জন্য দুটি গ্যাস রপ্তানিকারক দেশ কাতার এবং নরওয়ের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা করছেন। এর ফলে যুক্তরাজ্যকে এক দশকেরও বেশি সময় ধরে বিপুল পরিমাণে গ্যাস কিনতে প্রতিশ্রুতিবদ্ধ করবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে