নিজের টাকা তুলতেই ব্যাংকে ডাকাতি, বাড়ছে সংখ্যা

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২; সময়: ২:২১ অপরাহ্ণ |
নিজের টাকা তুলতেই ব্যাংকে ডাকাতি, বাড়ছে সংখ্যা

পদ্মাটাইমস ডেস্ক : কয়েক বছর ধরে তীব্র অর্থনৈতিক সংকট চলছে লেবাননে। এর মধ্যে দেশটির ব্যাংকগুলো একদিনে গ্রাহকরা কী পরিমাণ অর্থ তুলতে পারবেন- তার ওপর বিধিনিষেধ আরোপ করেছে। প্রতিদিন কাউকে ৪০০ ডলারের বেশি অর্থ তুলতে দেওয়া হচ্ছে না।

এ প্রেক্ষাপটে লেবাননে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে ব্যাংকের আমানতকারীরা আইন নিজ হাতে তুলে নিয়েছেন। তারা নিজেদের অ্যাকাউন্টের অর্থ তুলে নেওয়ার জন্য ডাকাতির আশ্রয় নিয়েছেন, অস্ত্র নিয়ে ব্যাংকে আক্রমণ চালিয়েছেন। একজন এমপি তার টাকা তুলতে ব্যাংকে গিয়ে অবস্থান ধর্মঘটও করেন।

সালি হাফিজ আর তার বোন খেলনা পিস্তল নিয়ে ব্যাংকে ঢুকে তাদের নিজেদের অর্থ ডাকাতি করে বের করে এনেছিলেন। তাদের লক্ষ্য ছিল তাদের বোনের ক্যান্সারের চিকিৎসার খরচ যোগানো। ডাকাতির পর তারা পালিয়ে ছিলেন, কিন্তু পরে আবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং তাদের জামিন দেওয়া হয়।

একই দিনে ব্যাংক ডাকাতি করেছেন এমন পাঁচজন লোকের একজন হচ্ছেন জাওয়াদ স্লিম। তিনি আসল বন্দুক নিয়ে গিয়েছিলেন। তবে তার দাবি সেটাতে কোনো গুলি ছিল না।

তিনি বলেন, ‘আমি কোন অপরাধ করিনি। আমার সাতটি ছেলেমেয়ে। পরিবারের খরচ চালাতে, স্কুলের বেতন দিতে এ অর্থ আমার দরকার ছিল’। তিনিও জামিন পেয়েছেন। লেবাননে চলতি বছর ব্যাংকে এমন ডাকাতির ঘটনা ঘটেছে অন্তত ১২টি।

লেবাননের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার নিন্দা করেছে। তবে ব্লোম ব্যাংকের চেয়ারম্যান সাদ আজহারি বলছেন, এসব ঘটনার দায় রাজনীতিবিদদেই নিতে হবে।

লেবাননে তীব্র সংকট চললেও সমাধানের পথ এখনো খুব বেশি মেলেনি। বিভিন্ন দেশ তাদের সহযোগিতা করার আশ্বাস দিলেও শর্ত দিয়েছে যে গ্রহণযোগ্য একটি সরকার গঠন করতে হবে। সেটি আংশিক হলেও এখনও পরিপূর্ণ হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে