মানসিক সমস্যায় আক্রান্ত ১৩ শতাংশ সৌদি নাগরিক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২; সময়: ১১:১৮ পূর্বাহ্ণ |
মানসিক সমস্যায় আক্রান্ত ১৩ শতাংশ সৌদি নাগরিক

পদ্মাটাইমস ডেস্ক : সৌদি আরবের প্রায় ১৩ শতাংশ নাগরিক মানসিক চিকিৎসার দ্বারস্থ হয় বলে জানিয়েছে দেশটির ফ্যামিলি অ্যাফেয়ার্স কাউন্সিল।সোমবার ১০ অক্টোবর ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে এমন তথ্য জানিয়েছে সৌদি আরবের এই সরকারি সংস্থা।

তারা জানিয়েছে, সাধারণত ৫টি মানসিক অবস্থা রয়েছে, যার শিকার হচ্ছে সৌদিরা। সেগুলো হলো- বিষণ্ণতা এবং সামাজিক উদ্বেগজনিত ব্যাধি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি), বাইপোলার ডিসঅর্ডার।

কাউন্সিল আরও বলেছে যে, এমন কিছু উপসর্গ রয়েছে যেগুলোর জন্য একজন ব্যক্তির মানসিক ক্লিনিকগুলোতে চিকিৎসা গ্রহণের প্রয়োজন হয়, যার মধ্যে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা হ্রাস এবং ঘুমের অসুখ রয়েছে। সৌদির সংস্থাটি জানিয়েছে, কিছু লোক একা থাকতে পছন্দ করে। অনেকে মাদকে আসক্ত হয়। যা তাদের কর্মক্ষমতা হ্রাস করে।

সৌদির ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথ প্রমোশন (এনসিএমএইচ) মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বিশিষ্ট পরিসংখ্যান প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে মানসিক সমস্যা ৭৫ শতাংশের বেশি ২৪ বছর বয়সে শুরু হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে