৮০-তে অমিতাভ

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২; সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
৮০-তে অমিতাভ

পদ্মাটাইমস ডেস্ক : আজ ১১ই অক্টোবর। ক্যালেন্ডারে লাল কালি নেই ঠিকই। কিন্তু আপামর সিনেমাপ্রেমীদের মনে দিনটা গেঁথে গেছে পাকাপাকি। কারণ ১৯৪২ সালের এ দিনে অমিতাভ বচ্চনের জন্ম হয়। আশি পূর্ণ করে একাশিতে পা রাখলেন বিগ বি।

অমিতাভ সাক্ষাৎ এক জীবন্ত কিংবদন্তি। বলা যায়, তিনিই ইন্ডাস্ট্রি। তার সম্পর্কে নতুন করে কিছু বলতে যাওয়া, অভিনয় দক্ষতা নিয়ে কথা বলতে যাওয়া মানে ধৃষ্টতা।

১৯৬৯ সালে প্রথম চলচ্চিত্র জগতে পা রাখা মৃণাল সেনের ভুবন সোম ছবিতে। তবে প্রথম ছবিতে শুধু ব্যবহার করা হয়েছিল তার কণ্ঠ। প্রথম অভিনয় ‘সাত হিন্দুস্থানি’ ছবিতে। কিন্তু দর্শক তাকে প্রথম যে ছবির জন্য মনে রাখল, তা হল ‘জঞ্জির’। তারপর ‘দিওয়ার’, ‘শোলে’র মতো একের পর এক হিট সিনেমা আসে তার হাত ধরে। ক্যারিয়ারে পাঁচ দশক পার করেও এতটুকু ফিকে হয়নি অমিতাভ-ম্যাজিক।

বড়পর্দা ছাড়াও শেষ দেড় দশক ধরে ছোট পর্দাতেও সমান জনপ্রিয় বিগ বি। আজই কেবিসি সিজন ১৪-তে তার জন্য সম্প্রচারিত হবে বিশেষ এপিসোড। হট সিটে থাকবেন তার জীবনসঙ্গী জয়া বচ্চন।

এ ছাড়া যেকোনো সিনেমাহলে দেখা যাবে ৮০ টাকার বিনিময়ে। প্রযোজকদের তরফে এই ঘোষণা করা হয়েছে। বালাজি মোশন পিকচার্স জানিয়েছে এই সুখবর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে