ইরানে কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২; সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ |
ইরানে কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

পদ্মাটাইমস ডেস্ক : ইরানের কুখ্যাত এভিন কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে অগ্নিশখা ও ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। কারাগার থেকে সতর্কতামূলক সাইরেন ও গুলির শব্দও শোনা যায়। এখানে মূলত রাজনৈতিক বন্দিদের আটকে রাখা হয়।

একজন কর্মকর্তার বরাতে রাষ্ট্রয়াত্ব গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের জন্য ‘উত্তেজনা’ ও ‘অপরাধমূলক কর্মকান্ডও’ দায়ী।

কুর্দি তরুণী মাসা আমিনিকে ঘিরে চলা তীব্র আন্দোলনের মধ্যেই ইরানের কুখ্যাত কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

সংবাদ সংস্থা আইআরএনএ-কে একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে।

এদিকে খবর বের হয়, সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলনে আটক হওয়া কেউ একজন কারাগারের স্টোর রুমে আগুন ধরিয়ে দেয়।

সরকার বিরোধী একটি গ্রুপ অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও প্রকাশ করে। তাদের ভিডিওতে সরকার বিরোধী স্লোগান দিতে শোনা যায়। তবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যান মাসা আমিনি। এরপর অশান্ত হয়ে ওঠে ইরান। যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরানের একটি মানবাধিকার সংস্থা শুক্রবার জানায়, আন্দোলনে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে