পুলিশের মাইক্রোবাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২; সময়: ৩:৩৪ অপরাহ্ণ |
পুলিশের মাইক্রোবাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ৭২ ঘন্টা পর ৬ ডাকাতকে আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম(বার), পিপিএম(বার)।

পুলিশ সুপার বলেন, গত ১২ অক্টোবর বগুড়া জেলার সোনাতলা থানায় অপহনর মামলার ভিকটিক রুদমিলা আক্তার রিশাকে ঢাকা হতে বগুড়া নেবার পথে রাতে সিরাজগঞ্জের কড্ডার মোর এলাকায় ডাকাতদলের কবলে পড়ে। এসময় পুলিশের কাছে থাকা নগত টাকা, মোবাইল, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক ছিনিয়ে নেয়। এই ডাকাতির ঘটনায় অর্তিকিত হামলায় ভিকটিমের বাবা ও দুই পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি ডাকাতি মামলা করা হয়।

পরে তথ্য প্রযক্তির সর্বোচ্চ ব্যাবহার করে পুলিশ ঘটনার ৭২ ঘন্টার মধ্য ঘটনার সাথে জড়িত ডাকাত সরদার তুষারকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কাজিপুরের কোনাবাড়ি ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি ৫ ডাকাত ও মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন এই মহাসড়কে বিভিন্ন নামে আরো ৬ টি ডাকাত দল ডাকাতি করে আসছে। মহাসড়কে এরই মধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের ভ্রাম্যমান টিম এ মহাসড়কে ২৪ ঘন্টা টহল রত রয়েছে। এদিকে আটককৃত ডাকতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আটকৃতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ(২২), মালসাপাড়া মহল্লায় জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান নিকি(২১) সয়াধানগড়া মহল্লার বাবু কশাইয়ের ছেলে এনামুল হক আসিক(১৯) শিয়ালকোন ইউনিয়নের চকশিয়ালকোট গ্রামের ফটিক শেখের পুত্র সোহেল রানা(২৮) চন্ডিদাশ গাতী গ্রামের নুরু মিয়ার ছেলে ওয়াজেদ আলী(৩৪) ও ভাসমান বাসস্থানের কিচমত আলির ছেলে আব্দুল মোতাবেক(২৬)।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে