“শিউলী মালা”
প্রকাশিত: ১৯-১০-২০২২, সময়: ১২:০৭ |
খবর > গল্প-ছড়া / নতুন প্রজন্ম
সাত সকালে শিউলী তলে
ফুল কুড়াবার কালে;
আঁচল তলে শিউলী দোলে
বুকে প্রলয় চলে!
শিউলী মালা গাথবো বলে
বসি শিউলী তলে!
স্মৃতির মেঘে থমথমে মন
ভাসি নয়ন জলে!
শিউলী ফুলের সাথে আমার
মিলে নানান তাল!
অল্পায়ু শিউলী, শরৎ,
আমার সুখের কাল!
অশ্রু শুকায় মনের তাপে
শিশির উত্তাপে!
ঘাসের মত তাপ শুষি
একাকী দিনে রাতে!
সাদা মনের শিউলী হারায়
কে রাখে তা মনে!
আমার মতো অভাগিনী
না জন্মাক কোন ক্ষণে!
বছর ঘুরে শিউলী আসে
শীতের বার্তা লয়ে!
আমার তরে কেউ আসে না
দুঃখে মরি ক্ষয়ে!
শিউলী মালা বেঁধেছিলাম
তাঁর হাতে হাত!
জানি না আজ কোন সুদূরে
আমার ভীষণ রাত!
শিউলীর ঘ্রাণে মালা গাথি
আনমনে নিশিদিন!
জনম জনম ভালোবেসে
শুধবো আমার ঋণ!
কবিতাঃ শিউলী মালা
কাব্যগ্রন্থঃ আপন আভাস
লেখক: এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।