টুইটারে যুগান্তকারী বদল আনছেন ইলন মাস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২; সময়: ৩:৪৯ অপরাহ্ণ |
টুইটারে যুগান্তকারী বদল আনছেন ইলন মাস্ক

পদ্মাটাইমস ডেস্ক : নিয়ম লঙ্ঘনের দায়ে টুইটার ব্যবহারকারীকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসছেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমটি কেনার পর এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

সূত্র জানায়, টুইটারের কোনো ব্যবহারকারীকে চিরস্থায়ী নিষেধাজ্ঞায় রাখা থেকে সরে আসতে চাইছেন ইলন মাস্ক। কারণ তিনি আজীবনের নিষেধাজ্ঞায় বিশ্বাস করেন না।

ইলন মাস্কের ইচ্ছা বাস্তবায়ন হলে নিষিদ্ধ তালিকায় পড়া টুইটার ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে ফিরতে যাচ্ছেন। এর মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন। তবে ট্রাম্প খুব শিগগিরই টুইটারে ফিরবেন কিনা তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।

এর আগে, ইলন মাস্ক বলেন, আমি বিশ্বাস করি- বিভিন্ন বিশ্বাসী মানুষের জন্য টুইটার একটি স্বচ্ছ ফোরাম হওয়া উচিত।

গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প জানান, ইলন মাস্ক টুইটার কিনবেন বলে তিনি বিশ্বাস করেন। তবে তিনি সোশ্যাল নেটওয়ার্কটিতে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। যদিও তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেনি টুইটার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে