বেকারি মালিক সমিতির বিরুদ্ধে রাবিতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২; সময়: ৭:১০ অপরাহ্ণ |
বেকারি মালিক সমিতির বিরুদ্ধে রাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহীতে বেকারি মালিক সমিতির ভোক্তা অধিকার বিরোধী তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে কনজুমার ইয়ুথ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

রবিবার (৩০ অক্টোবর) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

এসময় ‘পচা বাসি বেকারি, আর নয় দরকারি’, ‘চলো যাই যুদ্ধে, ভেজালের বিরুদ্ধে’, ‘ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে জাহিদ হাসান নামে আরবি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীতে খাদ্যে ভেজাল প্রতিরোধে একটি অভিযান চালানোর পরে বেকারি মালিক সমিতি ওই অভিযানের বিরুদ্ধে মানববন্ধন করেছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চালানো ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানের বিরুদ্ধে বেকারি মালিক সমিতির প্রতিবাদ করার অর্থ কি? প্রত্যেকটা সেক্টর থেকে যদি অপরাধীরা এভাবে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে তো দেশটাই ধ্বংস হয়ে যাবে।

তিনে আরো বলেন, ‘আমরা বলতে চাই যে, বেকারি মালিক সমিতি যেটা করেছে, সেটা কোনো সঠিক কাজ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আরো বেশি এধরনের অভিযান পরিচালনা করার জন্য অধিদপ্তরকে আমরা অনুরোধ করছি।

কনজুমার ইউথ বাংলাদেশ রাবি শাখার সভাপতি জেডএম তৌহিদূন নূর বলেন, রাজশাহী বেকারি মালিক সমিতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিরুদ্ধে যে মানববন্ধন করেছে, সেটা জনগনের বিরুদ্ধে মানববন্ধন করার সামিল। এটাকে ভোক্তা অধিকার বিরোধী অপতৎপরতা বলে আমরা মনে করি। আমাদের অধিকার বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জনকল্যাণে আরো বেশি বেশি অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করছি।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন আইন বিভাগের শিক্ষার্থী আল-আমিন হোসেন। মানববন্ধনে বিভিন্ন বিভাগের বিশের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে বেকারি মালিক সমিতি বেকারি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিরুদ্ধে মানববন্ধন করে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে