কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয়ের জন্মদিনে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতির নানা আয়োজন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২; সময়: ৮:৩৪ অপরাহ্ণ |
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয়ের জন্মদিনে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতির নানা আয়োজন

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে গরীব ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগ এর সদ্য সাবেক সহ-সভাপতি ও মোহনপুর উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (প্রমি)।

রবিবার (৩০ অক্টোবর) দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে শিশুদের নিয়ে কেক কাটা, শিক্ষা উপকরণ বিতরণ, এতিমখানায় পবিত্র কোরআন খতম ও মধ্যহ্ন ভোজ । বৃক্ষরোপন, গরীব ও দুস্থ শিশুদের খাবার বিতরণ করা হয়। এ সময় আল নাহিয়ান খান জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান (প্রমি) বলেন, দেশরত্ন শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার, সারা বাংলা ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই সুস্থ ধারার রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে।

বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ তার হারানো গৌরব ফিরে পেয়েছে। আজকে জয় ভাইয়ের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছি। আমি চাই এই প্রবণতা অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ুক। পরে প্রমি আয়োজনে মসজিদে আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে