সত্য হলো ম্যাচ নিয়ে করা ‘ভোঁদড়ের ভবিষ্যদ্বাণী’

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২; সময়: ১২:৫২ অপরাহ্ণ |
খবর > খেলা
সত্য হলো ম্যাচ নিয়ে করা ‘ভোঁদড়ের ভবিষ্যদ্বাণী’

পদ্মাটাইমস ডেস্ক : কাতার বিশ্বকাপ ফুটবলে জার্মানির বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে এশিয়ার জায়ান্ট জাপান। বুধবার অনুষ্ঠিত এ ম্যাচটিতে জাপান জয় পাবে এমন আশা কম মানুষই করেছিলেন। তবে জাপানের একটি ভোঁদড় ভবিষ্যদ্বাণী করেছিল, জার্মানদের হারাবে তারা। সেই ভোঁদড়ের করা ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম ল্যাডবাইবেল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছেন, জার্মান-জাপান ম্যাচের আগে জাপানের ম্যাক্সেল আকুয়া পার্কে থাকা তাইয়ো নামে একটি ভোঁদড়ের সামনে নীল, হলুদ এবং লাল রঙের তিনটি ছোট ঝুড়ি রাখা হয়। এরমধ্যে নীল রঙের ঝুড়িটিতে জাপানের পতাকা, লাল রঙে জার্মানির পতাকা লাগানো হয়। আর হলুদ রঙটি ধরা হয় ড্র হিসেবে। এরপর ভোঁদড়টির হাতে তুলে দেওয়া হয় ছোট একটি বল। ধরা হয়— যে ঝুড়িতে ভোঁদড়টি বলটি ফেলবে খেলার ফলাফল তাই হবে। এটি জাপানের পতাকাখচিত নীল রঙের ঝুঁড়িতেই বলটি ফেলে। মানে ভোঁদড়টি ভবিষ্যদ্বাণী করে জাপান জিতবে। শেষ পর্যন্ত তার করা ভবিষ্যদ্বাণীটিই সঠিক হয়।

বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে জাপান জয় পাওয়ার পর ভোঁদড় তাইয়োর করা ভবিষ্যদ্বাণীর ভিডিওটি অসংখ্য মানুষ শেয়ার করেন। এখন রীতিমতো এটি ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, আগামী ২৭ নভেম্বর কোস্টারিকার বিরুদ্ধে জাপান নামার আগে আবারও ভবিষ্যদ্বাণী করবে ছোট এ প্রাণীটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে