বিশ্বকাপে অফসাইড ফাঁদ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২; সময়: ১১:৪০ পূর্বাহ্ণ |
বিশ্বকাপে অফসাইড ফাঁদ

পদ্মাটাইমস ডেস্ক : এবারের বিশ্বকাপে অফসাইডের নতুন প্রযুক্তির জালে ধরা খাচ্ছে বড়বড় দলগুলো। আর্জেন্টিনা ও সৌদি আরবের নিজেদের প্রথম ম্যাচে এ প্রযুক্তির বেড়াজালে আটকে গেছে একাধিক গোল। এবার এ অফসাইড নিয়ে খেলোয়াড় ও সাপোর্টারদের অবস্থা তুলে ধরেছেন

সুদিপ্ত কুমার নাগ, এঁকেছেন কাওছার মাহমুদ

গোল দেওয়ার পরও মনমরা হয়ে বসে আছিস ক্যান?

আগে গোল দিলেই উদযাপন করতাম। আর এখন ২-৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করে দেখতে হয়, এটা গোল নাকি অফসাইড!

মেসি ভাই, আপনি আজকে ওয়াকিটকি নিয়ে মাঠে নামছেন কেন?

ওয়াকিটকিতে আগে শুনে নিবো যে, অফসাইড না ঠিক আছে! যদি দেখি সব ঠিক, তারপর বল নিয়ে গোলের উদ্দেশে যাব।

কী ব্যাপার, বল নিয়ে মাঝমাঠে খালি পাস দিচ্ছিস কেন? অ্যাটাকে যাবি না?

অ্যাটাকে গেলেই অফসাইড হচ্ছে! ওদের খেলোয়াড় লাইন না ক্রস করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নতুন অফসাইড প্রযুক্তির কারণে গোল হচ্ছে না। মন চাইতেছে লাইন্সম্যানকে পিটাই!

বিশ্বকাপ বাংলাদেশে হলে লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ থাকত না, ভার্চুয়াল রেফারি অফসাইডও চেক করতে পারত না!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে