নেইমার টাইব্রেক শুট না নেওয়ার কারণ জানালেন তিতে

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২; সময়: ২:৫২ অপরাহ্ণ |
খবর > খেলা
নেইমার টাইব্রেক শুট না নেওয়ার কারণ জানালেন তিতে

পদ্মাটাইমস ডেস্ক : পারলোনা ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নিল ক্রোয়েশিয়া।

শুক্রবার রাতে অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা হয় ব্রাজিল ও ক্রোয়েশিয়ার। পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। কিন্তু টাইব্রেক শুট নিতে দেখা যায়নি প্রাণভ্রমরা নেইমার জুনিয়রকে। এ নিয়ে সমালোচনাও হচ্ছে।

কী কারণে ম্যাচে দুর্দান্ত গোল করা নেইমার টাইব্রেক শুট নেননি তার ব্যাখ্যা দিয়েছে ব্রাজিলের বিদায়ী হেড কোচ তিতে।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করে ব্রাজিল।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে রুদ্রিগোর শট সেভ হওয়ার পরই চাপে ছিল ব্রাজিল। অন্যদিকে ক্রোয়েশিয়া ক্রমেই গোল করে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে নেইমারকে পঞ্চম শটের জন্যই রেখেছিলেন কোচ তিতে।

ব্রাজিল কোচের ভাষ্য, পঞ্চম শটটি বেশি গুরুত্বপূর্ণ ও অনেক চাপ থাকে। নেইমার সেই চাপ নিতে পারবে। এজন্য তাকে পঞ্চম শটের জন্য রাখা হয়েছিল।

কিন্তু মারকিনিয়োস চতুর্থ শটে গোল করতে পারেননি। ফলে নেইমারের আর পঞ্চম শট নেওয়াই হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো সেলেসাওদের।

এদিকে বিশ্বকাপ থেকে এমন হৃদয়বিদারক বিদায়ের পর আল রাইয়ানে সাংবাদিকদের নেইমার বলেন, আর জাতীয় দলের হয়ে খেলবেন কিনা তা নিশ্চিত নন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে