ইউক্রেনের হামলায় কেঁপে ওঠল রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২; সময়: ২:১৮ অপরাহ্ণ |
ইউক্রেনের হামলায় কেঁপে ওঠল রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক

পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কে বড় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত মেয়র অ্যালেক্সি কুলেমজিন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

তিনি বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) ঠিক সকাল ৭টায় দোনেৎস্কের প্রাণকেন্দ্রকে লক্ষ্যবস্তু বানিয়ে ২০১৪ সালের পর সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা।’

তিনি আরও বলেছেন, ‘বিএম-২১ গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক শহরের ওপর ৪০টি রকেট ছুড়েছে তারা। এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।’

তবে রাশিয়ার নিযুক্ত এ মেয়রের দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি বার্তাসংস্থা রয়টার্স।

২০১৪ সাল থেকে পূর্ব ইউক্রেনের এ অঞ্চলটি দখল করে আছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। এরপর থেকে সেখানে তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের মধ্যে যুদ্ধ চলে আসছে। এসব বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ সহায়তা দিয়ে আসছিল রাশিয়া।

এরমধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারিতে পুরো ইউক্রেনে হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। এর দুইদিন আগে ইউক্রেনের পূর্ব দিকের অঞ্চল দোনেৎস্ক এবং লুহানেস্ককে স্বাধীন দেশের স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর অক্টোবরে এ দুটি অঞ্চল অধিগ্রহণ করে রাশিয়ার সঙ্গে যুক্ত করেন তিনি।

রাশিয়ার নিয়োগকৃত দোনেৎস্কের মেয়র অ্যালেক্সি কুলেমজিনের দেওয়া তথ্যটি সত্য হলে পুতিনের অধিগ্রহণের পর দোনেৎস্কে এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা হবে।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছিল, রাশিয়ার কুরস্ক বিমান ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের সেনারা এ হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে ধরা পড়ে ড্রোন দিয়ে বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে