ফ্রান্সে ভয়াবহ আগুনে নিহত ১০

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২; সময়: ১:১১ অপরাহ্ণ |
ফ্রান্সে ভয়াবহ আগুনে নিহত ১০

পদ্মাটাইমস ডেস্ক : ফ্রান্সের লায়নে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।

স্থানীয় সরকারের বরাতে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফ্রান্সের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রান্সের পূর্বাঞ্চলের লিয়নের ভাউলক্স-ইন-ভেলিন এলাকায় সাততলা ভবনে জমে থাকা আগুন বিস্ফোরিত হয়। এতে ১০ জন নিহত হয়েছেন। মারাত্মক দগ্ধ হয়েছেন আরো চারজন। এছাড়া ১০ জন সামান্য আহত হয়েছেন।

পুলিশ বলছে, ঘটনাস্থলে ১৭০ জন দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা চালান। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণেও এসেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে