যে কারণে শ্রেণিকক্ষে ফেলে প্রধান শিক্ষককে পেটাল ছাত্রীরা

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২; সময়: ১:৩৯ অপরাহ্ণ |
যে কারণে শ্রেণিকক্ষে ফেলে প্রধান শিক্ষককে পেটাল ছাত্রীরা

পদ্মাটাইমস ডেস্ক : ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সরকারি স্কুলের প্রধান শিক্ষককে শ্রেণিকক্ষের মধ্যে ফেলে প্রকাশ্যে মারধর করেছে স্কুলটির ছাত্রীরা।

ভারতের কর্ণাটকে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

কর্ণাটকের কাতিরি সরকারি মাধ্যমিক স্কুলের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল হোস্টেলের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেছেন।

এ ঘটনার পরই পরই ওই ছাত্রী শিক্ষককে উচিৎ শিক্ষা দেওয়ার জন্য সহপাঠিদের জানায়।

রাস্তায় ফেলে প্রধান শিক্ষককে পেটানোর দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে ছাত্রীরা মিলে একজন লোককে পেটাচ্ছে।

অন্য এক ভিডিওতে দেখা গেছে, ছাত্রীরা প্রধান শিক্ষককে মারতে গেলে স্কুলের স্টাফ ও শিক্ষকরা তাদের শান্ত করার চেষ্টা করেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজেকে বাঁচনোর জন্য একটি শ্রেণিকক্ষের মধ্যে ঢোকার চেষ্টা করেন, কিন্তু মেয়েরা দরজা খুলে লাঠি হাতে সজ্জিত হয়ে তাকে মারধর করছে।

স্কুলে কর্মকর্তারা বলছেন, প্রধান শিক্ষক একজন অভ্যাসগত অপরাধী এবং তার বিরুদ্ধে অতীতে বেশ কয়েকটি ছাত্রীকে হয়রানির অভিযোগ রয়েছে।

এ ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে