ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২; সময়: ২:০৭ অপরাহ্ণ |
ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

পদ্মাটাইমস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে কাদেরকে নিয়ে খেলতে নামবে আর্জেন্টিনা? কোন ফরমেশনে শিষ্যদের খেলাবেন লিওনেল স্ক্যালোনি? দুটি অপশনের কথা বলেছেন জাতীয় দলের কোচ। হয় ৫-৩-২ নইলে ৪-৪-২ ফরমেশনে দল সাজাবেন তিনি।

শিরোপার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে কাদেরকে শুরু থেকে খেলাবেন তা গুছিয়ে নিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একাদশ চূড়ান্ত হয়ে গেছে। আমাদের কেবল শেষ অনুশীলন সেশন বাকি আছে। কয়েক ঘণ্টার মধ্যেই খেলোয়াড়রা জেনে যাবে কারা খেলছে।’

ফরাসি তারকা এমবাপ্পে-আঁতোয়ান গ্রিজম্যানদের আক্রমণ সামলে রাফায়েল ভারানে-থিও হার্নান্দেজ-হুগো লরিসদের নিয়ে গড়া রক্ষণভাগ ছেদ করতে কোন কৌশল বেছে নেবেন, সেটারও আভাস দিয়েছেন স্ক্যালোনি।

আর্জেন্টাইন কোচ বলেন, ‘দুটি বিকল্প আছে আমার হাতে (৫-৩-২ বা ৪-৪-২)। তবে আমাদের খেলা এসব কৌশলকে ছাপিয়ে যায়। যেভাবেই খেলি না কেন, আমার মনে হয় না সেটা আমাদেরকে বদলে দেবে। আমরা প্রতিপক্ষকে বেশি আঘাত করার পাশাপাশি নিজেরা কম ক্ষতিগ্রস্ত হওয়ার চিন্তায় আছি। আমরা এরইমধ্যে এটা চূড়ান্ত করে ফেলেছি।’

এর মধ্য থেকে ফ্রান্সের বিপক্ষে স্ক্যালোনি কোন ফরমেশন বেছে নেবেন, একাদশে কাকে রাখবেন সেটা সময়ই বলে দেবে। তার আগে ফাইনালের সম্ভাব্য একাদশ বেছে নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো/মার্কোস অ্যাকুনা, লেয়ান্দ্রো পারেদেস/লিসান্দ্রো মার্তিনেস/ডি মারিয়া, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেজ, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে