আল-কায়েদার ‘মৃত’ জাওয়াহিরির ৩৫ মিনিটের ভিডিও প্রকাশ

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২; সময়: ১০:২৬ পূর্বাহ্ণ |
আল-কায়েদার ‘মৃত’ জাওয়াহিরির ৩৫ মিনিটের ভিডিও প্রকাশ

পদ্মাটাইমস ডেস্ক : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা তাদের শীর্ষস্থানীয় নেতা আয়মান আল-জাওয়াহিরির এক ভিডিও বার্তা প্রকাশ করেছে। অথচ যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল, ২০২২ সালে আগস্টে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন এক হামলায় জাওয়াহিরির মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে চরমপন্থিদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণকারী বেসরকারি মার্কিন সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ শুক্রবার (২৩ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে।

আল-কায়েদা ভিডিওটিতে আয়মান আল-জাওয়াহিরিকে জীবিত দাবি করলেও সেই বিষয়ে স্পষ্ট প্রমাণ হাজির করতে পারেনি। কারণ, ভিডিওটিতে কোনো দিন-তারিখ দেয়া নেই। কবে ও কখন ভিডিওটি রেকর্ড করা হয়েছে সে বিষয়েও কোনো তথ্য ভিডিও থেকে পাওয়া যায়নি।

এর আগে, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটবাদে মার্কিন বাহিনীর এক হামলায় আল-কায়েদার প্রধান নেতা ওসামা বিন লাদেন নিহত হন। বিন লাদেনের পর জাওয়াহিরিকেই আল-কায়েদার শীর্ষ নেতা বলে গণ্য করা হতো। তবে তিনি প্রকাশ্যে আসতেন না বললেই চলে। অবশেষে ২০২২ সালের আগস্ট মাসে এসে জাওয়াহিরিকে হত্যা করা হয়েছে বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘জাওয়াহিরি দীর্ঘ সময় ধরে লুকিয়ে ছিলেন। এবং তাকে খুঁজে বের করে হত্যা করার বিষয়টি ছিল কাউন্টার টেররিজম এবং গোয়েন্দাদের দীর্ঘদিনের ধৈর্য ধরে লেগে থেকে কাজ করে যাওয়ার ফসল।’

যুক্তরাষ্ট্র জাওয়াহিরির মৃত্যুর ঘোষণা দিলেও আল-কায়েদা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আবার গোষ্ঠীটি তাদের নতুন নেতার নামও ঘোষণা করেনি। তবে বিশ্লেষকদের ধারণা মিসরীয় গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এবং আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা সাইফ আল-আদেল গোষ্ঠীটির পরবর্তী প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার অন্যতম দাবিদার।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে