সংবাদ প্রকাশের জেরে তাড়াশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২; সময়: ৪:২৬ অপরাহ্ণ |
সংবাদ প্রকাশের জেরে তাড়াশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজার শাখার সোনালী ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকমের তাড়াশ উপজেলা প্রতিনিধি নূর ইসলাম রোমানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন অত্র ব্যাংকের ম্যানেজার ফিরোজ আহমেদ।

জানা যায়, প্রতিটি কৃষি ঋণে ১ লাখে ৮/১০ হাজার টাকা ঘুষ নিয়ে লাখ লাখ টাকা হাতাচ্ছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজার শাখার সোনালী ব্যাংকের অফিসার ফরহাদ হোসেন। এমন অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম অনলাইনে সংবাদ প্রকাশ হলে অত্র ব্যাংকের ম্যানেজারে সেদিন রাত ৯টা ৫ মিনিটে মোবাইল ফোনে মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন সাংবাদিক নূর ইসলাম রোমানকে।

২৩ ডিসেম্বরের সেই সংবাদে আরও প্রকাশ থাকে যে, ব্যাংক একাউন্ট চেক বই নিতে গেলে সেখানেও গ্রাহকদের কাছ থেকে ১ থেকে ২ হাজার টাকা নিয়ে থাকেন ফরহাদ হোসেন। এছাড়াও অভিযোগ রয়েছে, চেকবই নেওয়ার জন্য এনজাদুল প্রামাণিক নামের এক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা নিয়েছেন তিনি।

প্রকাশিত সেই সংবাদ : এখানে ক্লিক করুন

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরও ৪ ব্যক্তির কাছ থেকে কৃষি ঋণ বিতরণের জন্য ২৬ হাজার টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উক্ত সংবাদের জের ধরে সেই ব্যাংকের ম্যানেজার ফিরোজ আহমেদ পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকমের তাড়াশ উপজেলা প্রতিনিধি নূর ইসলাম রোমানকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার পর থেকে সাংবাদিক নূর ইসলাম রোমান নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি জানান, সাংবাদিকরা সমাজের বিবেক। আমরা সমাজের বিভিন্ন দুর্নীতি তুলে ধরি। কিন্তু এর ভিত্তিতে প্রাণনাশের হুমকি মিলছে। তাই এ বিষয়ে পুলিশ প্রশাসনসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে