মহাদেবপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২; সময়: ৩:৫৯ অপরাহ্ণ |
মহাদেবপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্লাব ৮৯ লিঃ এর সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসফ কবির চৌধুরী শত এর সৌজন্যে শুক্রবার দিনব্যাপী উপজেলার বাগডোব উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু এ চক্ষু ক্যাপ অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে চক্ষু ক্যাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট্য লেখক, কলামিস্ট ও নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আসফ কবির চৌধুরী শত।

এইচ এম সালাউদ্দিন রনির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির ডিজিটালাইজেশনের প্রধান তানজীবা রায়হান সোমা, নওগাঁ সরকারি কলেজের সহকারি অধ্যাপক রবিউল আউয়াল, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন।

এ বিনামূল্যের চক্ষু ক্যাম্পে রোগি দেখেন রোগিদের ছোখের সানি অপারেশন করেন, দিনাজপুর জেনারেল হাসপাতালের সিনিয়ন কনসালটেন্ট (চক্ষু) ডাক্তার আশরাফুল ইসলাম।

দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ১১৭ জন রোগির চিকিৎসা দেয়া হয় এবং ৩২ জনের চোখের সানি অপারেশন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে