যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে ২২ জনের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |
যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে ২২ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন তুষারঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট তুষারে ঢেকে গেছে এবং বেশকিছু দুর্ঘটনাও ঘটেছে। দেশটিতে এই তীব্র তুষার ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে চলা এই তুষার ঝড়টিকে ‘বোম্ব সাইক্লোন’ বলা হচ্ছে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (শনিবার ২৪) ডিসেম্বর ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ, এতে আটকা পড়েন হাজার হাজার যাত্রী।

ঝড়টি অনেকটাই ঘূর্ণিঝড়ের তেজ নিয়ে পূর্ণমাত্রায় নিউইয়র্কের বাফেলো শহরে আঘাত হানে। এতে পুরো এলাকা সাদা চাঁদরে ঢেকে যায়। ফলে জরুরি অভিযান বাঁধার সম্মুখীন হয় এবং আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পশ্চিম যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্য তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। মিনেসোটা, আইওয়া, উইসকনসিন এবং মিশিগানেও প্রায় একই অবস্থা।

পথ-ঘাট বরফের স্তূপে যান চলাচলে ব্যাহত হচ্ছে। সড়ক পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে বহু গাড়ি। দূর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে ফ্লোরিডা ও জর্জিয়াতে সতর্ক করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে