শীত কমেছে নওগাঁয়, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২; সময়: ১১:১৮ পূর্বাহ্ণ |
শীত কমেছে নওগাঁয়, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও শীতের তীব্রতা কমেছে । সোমবার (২৬ডিসেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলার সর্বোনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশা না থাকলেও সকালে ঠান্ডা শীর শীর বাতাস ও হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা বেশ কিছুটা কমেছে জেলায়।

গেলো কয়েকদিনে দিনে তীব্র কুয়াশা আর ঠান্ডার কারনে আসন্ন বোরো মৌসুমে ফসল উতপাদনে বীজতলা পরিচর্যা করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে চাষিদের। তবে আজ কুয়াশা না থাকায় বীজতলা পরিচর্যার কাজে মনোযগী চাষীরা। আজ মৃদু শৈত্যপ্রবাহ নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ঠান্ডার মধ্যেই জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হয়েছেন সাধারণ শ্রমিকরা। কিন্ত গরম কাপড়ের অভাবে সময়মত ঘর থেকে বের হতে পারছেন না তারা। তাই কাজে পৌঁছাতে দেরি হচ্ছে। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে গরম কাপড়ের দাবি জানিয়েছেন দিন মজুর শ্রমিকরা। শীতের পোশাক কিনতে দোকানে ভীড় করছেন ক্রেতারা।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান- আজ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ না থাকলেও ঠান্ডা বাতাস বইছে। তবে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় ঠান্ডা কম হতে পারে। এই শীত মৌসুমের মাঝামাঝি সময়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা হতে পারে । আর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে।

এদিকে ঠান্ডা জনিত বিভিন্ন রোগে সদর হাসপাতালে বিভিন্ন বয়সী রোগীরা ভীড় করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে