চাঁদার টাকা না দেয়ায় গরুর খামারিকে কুপিয়ে জখম

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩; সময়: ১২:০৮ অপরাহ্ণ |
চাঁদার টাকা না দেয়ায় গরুর খামারিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সন্ত্রাসীদের চাহিদা মতো দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় জাকির হোসের(জাহা মন্ডল) নামে এক গরুর খামার মালিককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে আহত গরুর খামার মালিক জাকির হোসের(জাহা মন্ডল) সুজানগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে পাবনার সুজানগর পৌরসভার চরভবানীপুর এলাকার মৃত ঝড়ু মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটে পাবনা সদর উপজেলার চরতারাপুর পদ্মার চরাঞ্চলের বাহির চরে।

এ ঘটনায় আহত মো.জাকির হোসের (জাহা মন্ডল)এর আপন বড় ভাই আনছার আলী মন্ডল পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, কয়েকটি অবৈধ বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে পদ্মার চরে অবস্থিত মো.জাকির হোসের(জাহা মন্ডল) এর গরু ও ভেড়া পালনের খামারে গিয়ে কোলচুরী গ্রামের মো.রতন, বিলাই, মুদে, মজিদ, আব্দুল হাই রেজার নেতৃত্বে একদল সন্ত্রাসী চাঁদা দাবী করে।

এ সময় চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে জাকির হোসেন জোহা মন্ডল কে কুপিয়ে জখম করে চলে যায়। পরে খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে সুজানগর হাসপাতালে ভর্তি করে।

এদিকে গরুর খামার মালিকের উপর এ ধরণের হামলার ঘটনার ত্রীব নিন্দা জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে থানা পুলিশ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে