যাদের রক্তে অমর একুশ

প্রকাশিত: ২০-০২-২০২৩, সময়: ১৭:১০ |

বায়ান্ন দেখিনি, মনে পড়ে না একাত্তর
তোমাদের পথ ধরেই চলেছে পঁচাত্তর-
ইতিহাসে ফিরে দেখা আমাদের।

মায়ের ভাষা কেড়ে নিয়ে
ওরা চাপাতে চেয়েছিল অন্য ভাষা,
শাসকের কী নির্লজ্জ আবদার!
তোমরা বলেছিলে- না
মানি না, মানবো না।

কন্ঠ স্তব্ধ করতে সেদিন ঘাতকের
বুলেট গর্জে উঠেছিল, তবুও
থামাতে পারেনি, দমাতে পারেনি
মিছিল-অতঃপর তোমাদের বুকের
রক্তে মুক্তি পেল প্রিয় বাঙালির
প্রাণের ভাষা।

জয়ের সারথী! ভুলবো না তোমাদের
ভুলবে না বাঙলার শত জন্মের সন্তান
বিজয়ের গাঁথা অমর এ মহাকাব্য।
ইতিহাস আর সংস্কৃতির আঙিনায়
ছড়িয়ে থাকে শহীদ মিনারে-
রক্তের রঙ সূর্য ওঠে দুরে আকাশের
কিনারে, সবুজের মাঠ ফুঁড়ে।

অবাক বিস্ময়ে দেখি, নতশিরে দাঁড়ায়
মিনার চত্বরে বার বার- ভালোবাসার
গান গাই- শোক, আর গভীর শ্রদ্ধায়—।

উপরে