রাজশাহীর পবা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩; সময়: ৪:২৬ অপরাহ্ণ |
রাজশাহীর পবা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ও বারসিক এর সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

দুর্যোগ বিষয়ক মহড়া’র আলোচনা সভায় পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম। পবা উপজেলা স্কাউটের সম্পাদক গোলাম মোর্তজা বাদশা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির।

এসময় অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইন্সেপেক্টর আতাউর রহমান ও লিডার রবিউল আলম, ফায়ার ফাইটার জাহিরুল খাঁন, ফরেস্ট অফিসার আব্দুল মান্নান, উপজেলা খাদ্য কর্মকর্তা একেএম ফজলুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সহকারী প্রোগ্রাম অফিসার গ্রেস রোজী হালদার, বারসিক প্রতিনিধি শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, রোভার সাব্বির হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে