রাজশাহীর মোহনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩; সময়: ৪:৪১ অপরাহ্ণ |
রাজশাহীর মোহনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসহ ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

বাকশিমইল উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ বিষয়ক মহড়া’র আলোচনা সভায় মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (অ.দা) প্রকৌশলী আবু বাশির।

এসময় অতিথি ছিলেন বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নিতাই কুমার ঘোষ। উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে