ইউনূসের সঙ্গে সরকার কোন অন্যায় আচরণ করেনি : আ.লীগ

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩; সময়: ১১:১৯ অপরাহ্ণ |
ইউনূসের সঙ্গে সরকার কোন অন্যায় আচরণ করেনি : আ.লীগ

পদ্মাটাইমস ডেস্ক : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকার কোন অন্যায় আচরণ করেনি বলে দাবি করছেন আওয়ামী লীগ।

দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, ড. ইউনূসের পক্ষে এরকম একটা বিবৃতি বিজ্ঞাপন দিয়ে ছাপানোর বিষয়টি তার ব্যক্তিত্বকেই খর্ব করেছে। এই বিবৃতিটি চরম মিথ্যাচারের উজ্জ্বল উদাহরণ বলেও মন্তব্য করছেন তারা।

তাদের মতে, নোবেলজয়ী একজনের দ্বারা ভুল তথ্য সরবরাহের মাধ্যমে বিদেশি এজেন্ট দিয়ে এ রকম বিবৃতি দেওয়া অত্যন্ত ঘৃণ্য ও লজ্জাজনক।

এদিকে, ড. মুহাম্মদ ইউনূস সরকারের অন্যায় আচরণের শিকার- এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন বিশ্বের ৪০ জন বিশিষ্ট ব্যক্তি। যা মঙ্গলবার (৭ মার্চ) মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নোবেলজয়ী ড. ইউনূসের সঙ্গে আমাদের সরকার কোন ধরণের অন্যায় আচরণ করেননি। ব্যস্ততার কারণে এ বিষয়ে আপাতত আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

এই বিষয়ে দলের যুগ্ম- সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এটিকে বিবৃতি বলা যাবে না, এটি একটি বিজ্ঞাপন। ওয়াশিংটন পোস্টে প্রায় কোটি টাকা খরচ করে ৪০ জনের নামে একটি বিজ্ঞাপন ছাপানো হয়েছে। বিজ্ঞাপন আর বিবৃতির মধ্যে পার্থক্য আছে। ড. ইউনূসের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, এটি তার ব্যক্তিত্বকেই খর্ব করেছে। আমার প্রশ্ন- তার এত টাকা কোথা থেকে আসে?’

যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেন, এই বিবৃতিটি চরম মিথ্যাচারের উজ্জ্বল উদাহরণ। নোবেলজয়ী ড.ইউনূস মতো শিক্ষিত ও নোবেলজয়ী একজনের দ্বারা ভুল তথ্য সরবরাহের মাধ্যমে বিদেশি এজেন্ট দিয়ে এরকম বিবৃতি দেওয়া অত্যন্ত ঘৃণা ও লজ্জার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে