কলকাতার ক্যাম্প শুরু ২১ মার্চ, যোগ দেবেন সাকিব-লিটন!

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩; সময়: ৫:২৩ অপরাহ্ণ |
খবর > খেলা
কলকাতার ক্যাম্প শুরু ২১ মার্চ, যোগ দেবেন সাকিব-লিটন!

পদ্মাটাইমস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম আসর শুরু হতে যাচ্ছে ৩১ মার্চ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে আগ্রহের কমতি নেই। উত্তেজনায় ঠাসা এই মেগা আসরে প্রথমবারের মতো বাংলাদেশের তিন জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। সাকিব আল হাসানের পাশাপাশি দীর্ঘ দিন ধরে খেলে আসছেন মুস্তাফিজুর রহমান। এবার তাদের সঙ্গে নতুন নাম লিটন কুমার দাস, যিনি খেলবেন কেকেআরের হয়ে। আইপিএলের অন্যতম সেরা দল কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে তাদের ক্যাম্প শুরুর তারিখ জানিয়েছে।

টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং ওপেনার লিটন কুমার দাস এবার খেলবেন কলকাতার হয়ে। ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া কেকেআর ক্যাম্পে দুই বাংলাদেশি ক্রিকেটার যোগ দিবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

কেননা সেই সময় বাংলাদেশের ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে সিরিজ রয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিছুদিন আগে জানিয়েছিলেন বাংলাদেশের সিরিজ চলাকালীন কাউকেই আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হবে না। তবে বাংলাদেশ দলের ইংলিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জয়ের পর আসন্ন সিরিজে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামের কথা জানিয়েছেন বোর্ড প্রধান। ক্রিকেট পাড়ায় এরপর থেকেই গুঞ্জন উঠেছে আইপিএলে পুরো মৌসুমের জন্য টাইগার ক্রিকেটারদের ছাড়তে পারে বিসিবি।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘কেকেআর এখানে ক্যাম্প করবে ২১ মার্চ থেকে। প্রথম তিন দিন করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। ওরা ১০ জন নেট বোলার চেয়ে চিঠি পাঠিয়েছে। সব রকম সাহায্য সিএবি করবে। সেরা ১০ জন নেট বোলার পাঠানোর চেষ্টা করব। তবে ক্লাব ক্রিকেট চলছে। সেটাও মাথায় রাখতে হবে আমাদের। অনূর্ধ্ব-১৯ বোলারকেও পাঠানো হবে। সেখান থেকে যদি কেউ সুযোগ পায়ে সেটা ভাল ব্যাপার হবে।’

আইপিএলে বরাবরের মতোই সফল কলকাতা। তবে গত তিন চার মৌসুম ধরে নিজেদের সেরাটা দিতে পারছে না নাইট রাইডার্স। এ বছর নতুনভাবে দল ঘুচিয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি। কেকেআর সমর্থকরা তাই এবার আশার আলো দেখতেই পারেন। সেই সঙ্গে সাকিব-লিটনের জন্য টাইগার ভক্তদের কলকাতার প্রতি বাড়তি নজর থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে