দফায় দফায় চলছে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩; সময়: ৯:১৩ অপরাহ্ণ |
দফায় দফায় চলছে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : বাসভাড়া নিয়ে বাকবিতন্ডার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হয়ে দফায় দফায় এ সংঘর্ষ সাড়ে ৯টা পর্যন্ত চলছে। এসময় ইটের আঘাতে শিক্ষার্থীসহ বেশ ক’জন আহত হয়েছেন।

আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বগুড়া থেকে বাসে রাজশাহী আসছিলেন। ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে দেন।

খবর পেয়ে বিনোদনপুর গেটে শিক্ষার্থীরা একত্রিত হলে স্থানীয়দের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষ একে অপরকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। এখন পর্যন্ত থেমে থেমে সংঘর্ষে লিপ্ত রয়েছে দুটি পক্ষই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে