সুুজানগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩; সময়: ৬:৪৪ অপরাহ্ণ |
সুুজানগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগরে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস,২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সুজানগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাগারকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো,সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন,নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিনে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে