ভারতে স্পিকারকে নিয়ে বিতর্কিত টুইট মহুয়া মৈত্রের

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩; সময়: ২:০৭ অপরাহ্ণ |
ভারতে স্পিকারকে নিয়ে বিতর্কিত টুইট মহুয়া মৈত্রের

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কিত টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। গত তিন দিন ধরে দেশটির লোকসভার অধিবেশন মুলতুবি আছে। বিরোধীরা আদানি নিয়ে হইচই করছেন।

আর বিজেপি সংসদ সদস্যরা প্রবলভাবে দাবি করছেন, রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল বলেছিলেন, ভারতে বিরোধীদের বলতে দেওয়া হয় না। পার্লামেন্টেও বিরোধীদের মাইক হঠাৎ স্তব্ধ হয়ে যায়।

এরপরই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতীয় সংসদ ও গণতন্ত্রকে অপমান করেছেন।

তাকে সংসদে ক্ষমা চাইতে হবে। তারপর বিজেপির মন্ত্রী ও সংসদ সদস্যরা একই দাবি জানান। গত দুইদিন ধরে লোকসভার অধিবেশন কার্যত অচল।

অন্যদিকে রাহুল গান্ধীও জানিয়ে দিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না। এই পরিস্থিতিতে তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র টুইট করে বলেছেন, ‘তিন দিন ধরে আমরা দেখছি, স্পিকার ওম বিড়লা শুধু বিজেপির মন্ত্রীদের বলতে দিচ্ছেন।

এরপর সভা মুলতুবি ঘোষণা করে দিচ্ছেন। একজন বিরোধী সংসদ সদস্যকেও বলার সুযোগ দেওয়া হচ্ছে না।’

টুইটে মহুয়া আরও বলেছেন, ‘গণতন্ত্র আক্রমণের মুখে। স্পিকার তার নেতৃত্ব দিচ্ছেন। আমি এই টুইটের জন্য জেলে যেতেও রাজি।’

মহুয়ার এই টুইট প্রায় দুই লাখ মানুষ দেখেছেন। দুই হাজার ৭৮৯ বার রিটুইট হয়েছে। নয় হাজার মানুষ লাভ সিম্বলে ক্লিক করেছেন।

লোকসভার রীতি হলো, স্পিকারের নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তোলা যায় না। মহুয়া মৈত্র টুইট করে এই প্রশ্নটাই তুলেছেন।

এর আগে গত বছর ডিসেম্বরে স্পিকার সংসদ সদস্যদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, টুইটারে যেন স্পিকারকে নিয়ে কিছু লেখা না হয়। এটা ভালো নয়। তারপরেও স্পিকারকে নিয়ে মহুয়া টুইট করে গুরুতর অভিযোগ করলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে