বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩; সময়: ৭:১৯ অপরাহ্ণ |
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগি সংস্থার আয়োজনে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২৩ ইং শুক্রবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) রাজশাহী জেলার সহযোগি সংস্থা সমূহের আয়োজনে এবং জেলার দায়িত্ব প্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থপনায় স্কুল ফর গিফটেড চিলড্রেন (এসজিসি) রাজশাহী এর অটিজম, ডাউন্স সিনড্রোম, সেরিব্রাল পলসি ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিশুদের মাঝে প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হয়। পুরুস্কার প্রদান অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন, প্রতিবন্ধি সেচ্ছাসেবী সোসাইটি এর নির্বাহী পরিচালক আলী আকবর, লক্ষীপুর দুস্থ্য মহিলা শিল্প সংস্থার সভানেত্রী মিসেস সুফিয়া ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও স্কুল ফর গিফটেড চিলড্রেন (এসজিসি) এর ব্রাঞ্চ ইনচার্জ লায়লা পারভীন, সহকারী ব্রাঞ্চ ইনচার্জ ইয়াসমিন রেজা, সহযোগী শিক্ষিকা মিনুফা খাতুন, হৈমন্তী রানী দাস, মিউজিক টিচার নাজনীন আহমেদ, সহকারী শিক্ষক মেরিনা পারভীন সহ লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মেহেদি হাসান উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে