রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা ও ইফতার

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩; সময়: ১০:০৮ অপরাহ্ণ |
রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা ও ইফতার

নিজস্ব প্রতিবেদক, রাবি : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগে ইফতার মাহফিল ও শিক্ষার্থী-শিক্ষক’ উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। রোববার তিনটায় বিভাগের গ্যালারি কক্ষে এই আলোচনা শুরু হয়। এসময় বিভাগের পঠনপাঠন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন বিভাগের শিক্ষকরা।

উন্মুক্ত আলোচনায় বিভাগের অধ্যাপক মোস্তোফা কামাল আকন্দ বলেন, ছাত্র-শিক্ষক উন্মুক্ত আলোচনার বিষয়টি একটি চমৎকার উদ্যোগ। বিভাগের একজন শিক্ষক হিসেবে আমি চাই এটা প্রতি মাসে অন্তত একবার এই ধরণের আলোচনা হোক। শিক্ষক শিক্ষার্থীদের বোঝাপড়ার জায়গা ঠিক রাখতে কথা বলাটা জরুরি। শিক্ষার্থীদের জন্য আমার চেম্বার শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। তারা যেকোন সময় পড়াশোনা ও সার্বিক বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারবে।

বিভাগের সভাপতি অধ্যাপক কামাল পাশা বলেন, আমরা দীর্ঘ আলোচনায় শিক্ষার্থীদের মধ্য থেকে অনেক পরামর্শ পেয়েছি। আমরা সেগুলো সংরক্ষণ করেছি। আমরা চেষ্টা করবো বিভাগের সকল শিক্ষকদের নিয়ে বিষয়গুলো সমাধান করার।

তিনি বলেন, এর আগে শিক্ষার্থীদের দাবি ও অভিযোগের ভিত্তিতে আমরা কিছু ক্লাব গঠন করেছি। ইতোমধ্যে বিভাগে ইংলিশ ক্লাব, কালচারাল ক্লাব, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, পাবলিক স্পিকিং ক্লাবের কর্মকাণ্ড চলমান। এসময় তিনি শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার বিষয়গুলো সকল শিক্ষকের সমন্বয়ে সমাধান করার আশা ব্যক্ত করেন।

বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অধ্যাপক আদিল হাসান চৌধুরী, সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন, অভিজিৎ রায়, তাহমিনা নাজনীন, মুস্তাফিজুর রহমান, প্রভাষক রাদিয়া আউয়াল তৃষা। এসময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক লিটন হোসেন প্রমুখ

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে