ইনিংস পরাজয় এড়াতে আয়ারল্যান্ডের প্রয়োজন ৬২ রান

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩; সময়: ২:৩০ অপরাহ্ণ |
খবর > খেলা
ইনিংস পরাজয় এড়াতে আয়ারল্যান্ডের প্রয়োজন ৬২ রান

পদ্মাটাইমস ডেস্ক:  তৃতীয় দিনের প্রথম সেশনে একটির বেশি উইকেট নিতে পারেনি বাংলাদেশ। শুধু পিটার মুরের উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ও লরকান টাকারের জুটিতে ইনিংস ব্যবধানে পরাজয় এড়ানোর লড়াইয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা।

ইনিংসের ৪৭ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান। তৃতীয় দিনের প্রথম সেশনে ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে তারা। বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে নামাতে তাদের করতে হবে আরও ৬২ রান।

আগের দিন গড়া ৬৩ বলে ১৪ রানের জুটিতে এদিন প্রায় এক ঘণ্টা টেনে নেন মুর ও টেক্টর। প্রথম ঘণ্টার বিরতির ঠিক আগে ৭৮ বলে ১৬ রান করে মুরকে কট বিহাইন্ড করেন শরিফুল ইসলাম।

তার বিদায়ে ভাঙে ১৫৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি।

আবার প্রতিরোধের আভাস দিচ্ছেন টেক্টর ও টাকার। তবে তুলনামূলক দ্রুত রান তুলছে এই জুটি। লাঞ্চ বিরতি পর্যন্ত দুজন মিলে একসঙ্গে ব্যাটিং করে ৮৯ বলে যোগ করেছেন ৪২ রান।

নিজের অভিষেকে প্রথম ইনিংসে ফিফটি করা টেক্টর আরেকটি পঞ্চাশের দুয়ারে পৌঁছে গেছেন। ৫ চার ও ১ ছয়ে ১৩২ বলে ৪৩ রান করেছেন তিনি। কিপার-ব্যাটসম্যান টাকার ৪ চারে ৪৩ বলে ২৪ রানে অপরাজিত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে