‘দুয়ো দেওয়া ক্লাবে থাকা উচিত নয় মেসির’

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩; সময়: ৩:৪০ অপরাহ্ণ |
খবর > খেলা
‘দুয়ো দেওয়া ক্লাবে থাকা উচিত নয় মেসির’

পদ্মাটাইমস ডেস্ক : আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি শুরু থেকেই প্যারিসে স্বস্তিতে ছিলেন না। যার কারণে আরও একটি মৌসুম সেখানকার ক্লাব পিএসজিতে তার থাকার নিশ্চয়তাও নেই। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ক্যারিয়ারকে পূর্ণতা দেওয়া মেসি আগেও পরাজয় দেখেছেন, কিন্তু এভাবে তিনি কখনো ফেরেননি। মাথা নিচু করে টানেল দিয়ে ফেরার পথে তিনি শুনেছেন তাকে উদ্দেশ্য করে দর্শকদের চিৎকার-দুয়োধ্বনি।

তবে পার্ক দ্য প্রিন্সেস মাঠে এটি নতুন কোনো ঘটনা নয়। এটি সেখানকার নিত্য ঘটে যাওয়া বিষয়। কিন্তু যখন সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসির প্রসঙ্গ আসবে, সেখানেও নিশ্চয়ই ফুটবলভক্তরা একই দৃশ্য দেখতে চাইবেন না। বিশ্বফুটবলের অন্যতম এই গ্রেটেস্টকে তার ক্লাবের সমর্থকরাই দুয়োধ্বনির সঙ্গে ব্যঙ্গ করতেও ছাড়েননি।

সেই প্রসঙ্গে এবার অ্যামাজন প্রাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন সাবেক ফরাসি তারকা ফুটবলার থিয়েরি অঁরি। বর্ষসেরা খেতাব জেতা অঁরি ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার হয়েও খেলেছিলেন। মেসিকে দুয়ো দেওয়ার বিষয়ে এই তারকা ফুটবলার বলছেন, ‌‌‘এটি সত্যিই বিব্রতকর। আপনি ক্লাবের সেরা একজন ‍ফুটবলারকে উদ্দেশ্য করে হুইসেল দিতে পারেন না, যিনি ইতোমধ্যে চলতি মৌসুমে ১৩টি গোল ও সমান অ্যাসিস্ট করেছেন।’

একইসঙ্গে মেসি পিএসজির হয়ে নয়, বার্সেলোনার জার্সিতেই মেসির ক্যারিয়ারের শেষ দেখতে চান অঁরি, ‘আমি ব্যক্তিগতভাবে চাই সে ইউরোপীয় ক্লাব- বিশেষ করে বার্সার হয়ে তার ক্যারিয়ার শেষ করুক। আমি জানিনা সে কী করবে। কারণ বার্সেলোনা থেকে তার ছেড়ে আসার ধরন আমার মোটেও ভালো লাগেনি। ফুটবলের প্রতি ভালোবাসার জন্য তার বার্সাতেই ফিরে আসা উচিত।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে