অসহায়দের বাড়ি বাড়ি ইফতার বাজার পৌঁছে দিচ্ছে নজিপুর পরিবার

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩; সময়: ১২:২৬ অপরাহ্ণ |
অসহায়দের বাড়ি বাড়ি ইফতার বাজার পৌঁছে দিচ্ছে নজিপুর পরিবার

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় ছিন্নমূল, অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি ইফতার বাজার পৌঁছে দিচ্ছে ‘নজিপুর পরিবার’ একটা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে।

রোজার ১ম দিন থেকেই এই গ্রুপের এ্যাডমিন, মডারেটরদের তত্বাবধানে ও সদস্যদের সার্বিক সহযোগিতায় উপজেলার পৌর এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে তারা এই ইফতার বাজার বিতরণ অব্যাহত রেখেছে এবং রমজানের শেষ দিন পর্যন্ত চালিয়ে যাবেন তারা।

সোস্যাল মিডিয়ায় গ্রুপ করেও মানুষের কল্যানে কাজ করা যায় নজিপুর পরিবার ফেসবুক গ্রুপ তার একটি উজ্জল দৃষ্টান্ত। প্রতিদিন পাঁচটি পরিবারকে এ সহায়তা করছে। ইফতার বাজারের ব্যাগে যা থাকছে, খেজুর, সেমাই, চিনি, দুধ, বুট, বন্দিয়া।

এর সদস্য সংখ্যা ইতোমধ্যে ২০ হাজার ছাড়িয়ে গেছে। এই গ্রুপের মাধ্যমে মানুষ,নানা ঘটনা, দুর্ঘটনাসহ বিভিন্ন খবরাখবর ও জানতে পারে সবার আগে। সারাদেশে এবং বিদেশেও রয়েছে এর সদস্য।

উল্লেখ এর আগেও করোনা, ঘূর্ণিঝড়, বন্যা, শীতসহ বিভিন্ন দুর্যোগে, মুমূর্ষ রোগীর জন্য রক্ত সংগ্রহ করে দেওয়াসহ নানা সেবামূলক কাজে মানুষের পাশে দাড়িয়েছে। এছাড়াও এতিমখানা, মাদ্রাসা, স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন, খাতা কলমসহ শিক্ষা উপকরন ও খাবার বিতরণ করেছেন।

নজিপুর পরিবার গ্রুপের সিনিয়র এ্যাডমিন রবিউল ইসলাম (শুভ) বলেন আমরা দেশের জন্য সমাজের জন্য, মানুষের কল্যাণে কাজ করতে চাই ।

২০ হাজার সদস্যদের এই পরিবার অনেকেই সহযোগিতা করেন এবং কেউ গ্রুপে কোন পণ্য বা ব্যবসার পোষ্ট করলে তারাও কিছু সহযোগিতা করে এইভাবে সকলের সহযোগিতায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি।

সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি সামনের দিনগুলিতে আরও বেশী অসহায় মানুষের পাশে যেন দা্যঁড়াতে পারি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে